খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর বংশালের কসাইটুলীতে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় জান্নাত (৪) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে তার ভাই ময়নুলেরও (১) মৃত্যু হয়। এতে দগ্ধ হয়ে তাদের বাবা-মা দুজনেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ লেনের হাবিবুল্লাহ বাহার সড়কের জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে ৪৪/১ দোতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন শিশু দুটির বাবা-মা জাবেদ (৩৫) এবং শিউলি (২৫)।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম তখন জানান, গ্যাসলাইন বিস্ফোরণে পাশের ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে শিশু ময়নুলের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাতে জানান, জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বংশাল থানার উপপরিদর্শকের (এসআই) ইদ্রিস বলেন, এ ঘটনার কয়েক দিন আগে ওই বাসার গ্যাসলাইন মেরামত করা হয়েছে। যতদূর শুনেছি বাসার গ্যাসলাইনের সমস্যা ছিল। গ্যাসের চাপে অথবা চুলা জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসে আজকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। দগ্ধ জাবেদ ও তার স্ত্রী স্কুলব্যাগ তৈরির কাজ করতেন বলে জানান তিনি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০