খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বয়স মাত্র পাঁচ বছর। খুদে বয়সেই বাবা শাহরুখ খানের জনপ্রিয়তাকে ভাল মতোই টেক্কা দিচ্ছে বাদশার কনিষ্ঠ পুত্র অব্রম। আজকাল অনুগামীদের দিকে হাসিমুখে তাকাচ্ছে না খুদে তারকা। সম্প্রতি তার স্কুলের অ্যনুয়াল ডে-তেও বেশ গম্ভীর ভাবে দেখা গিয়েছে তাকে। এখানেও ঘটল একই ঘটনা। তার হাসি ক্যামেরা বন্দি করার জন্য মিডিয়ার ভিড় লেগেই থাকে ‘মন্নত’-এর বাইরে। আর সেই অব্রম কি না মুখ বেকাচ্ছে ক্যামেরার সামনে? ভক্তদের প্রতি এত অবিচার খুদে তারকা?
শাহরুখ পুত্র ক্ষিপ্ত অন্য কারণে। খেলার মাঝখানে ছবি তোলার জন্যই রেগে গিয়েছে অব্রম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অব্রমের একটি ছবি পোস্ট করেছেন গৌরী। অব্রমই নাকি তাঁর ‘নাইট রাইডার’। এমনটাই জানিয়েছেন তিনি। প্রজাতন্ত্র দিবসের দিনই নিজের বীর যোদ্ধার পরিচয় করালেন বাদশা-পত্নী।
ছোটবেলা থেকেই ভক্তদের ‘চোখের মণি’ খান পরিবারের খুদে সদস্য। বড় হয়ে বাবার মতোই হয়তো বলিউড কাঁপাবে অব্রম।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০