রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিক্তিতে আরএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে বুধপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে চারঘাট উপজেলার বামনদিঘি গ্রামে মাসুদ রানা বাবু(২৭) পিতা নাজিম ও পুঠিয়া উপজেলার জয়পুর গ্রামের শাহাদত ওরফে শান্ত(১৯) পিতা সাজেদুর রহমান কে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
পরে আটককৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০