খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার বিরুদ্ধে গোল উৎসবে মেতে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচের ৮ মিনিটেই কর্নার থেকে উঠানো বলে গোল করে ইংলিশদের এগিয়ে দেন জন স্টোনস। এরপর ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন। তবে এখানোই থামলেন না ইংলিশরা। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় জোসে লিনগার্ড এবং ৩৯ মিনিটের মাথায় ফের গোল করে ইংলিশদের ৪-০ গোলে এগিয়ে দেন জন স্টোনস। প্রথমার্ধের শেষ মিনিটে ডি বক্সের মধ্যে পানামার ডিফেন্ডাররা হ্যারি কেনকে ফেলে দিলে পেনাল্টি পায় ইংল্যান্ড। সেখান থেকে ইনজুরি টাইমে গোল করে দলকে আবারও এগিয়ে (৫-০) দেন হ্যারি।
রবিবার সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। প্রথম ম্যাচে বেলজিয়ামের হেরে যাওয়ায় এই ম্যাচে পানামার জন্য জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে, তিউনিশিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। ফলে এই ম্যাচে জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে হ্যারি কেনদের।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০