গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর সীমান্ত থেকে মাইনুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ি বিওপি ক্যাম্পের বিজিবিদের সহযোগীতায় আনারপুর সীমান্তের ২০৪/১ পিলারের নিকট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাইনুল বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর (ঘুঘিয়া) গ্রামের মৃত মঞ্জুরের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার
ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর তেলিপুকুর সীমান্তের কাঁটাতারের পাশে এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে বিজিবি কে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি থানা পুলিশকে অবহিত করলে সেখান থেকে মাইনুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে সে সীমান্তবর্তী নদীতে মাছ ধরে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। মৃতব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় স্বানীয় চেয়ারম্যানের অনুরোধে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০