গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু রাখাল আহতের ঘটনায় বিজিবি-বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ২০৪/৫ এস মেইন পিলারের সন্নিকটে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েব সুবেদার কাজী ইউনুস আলী।
বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৪৪ বিএসএফের পেট্রোলগড় কোম্পানি কমান্ডেন্ট এসি কিরণ সাবলেট। বৈঠকে সোমবার ভোরে ওই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু রাখাল আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয় এবং ভবিষ্যতে সীমান্তে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সে ক্ষেত্রে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০