গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৯শ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুর ২টার দিকে গোমস্তাপুর বাজার অটো স্ট্যান্ড মোড় হতে তাদেরকে আটক করা হয়। গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) মো. শামীম হোসেন জানান, রবিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল গোমস্তাপুর বাজার অটো¯ট্যান্ড
মোড়ে অভিযান চালায়। এ সময় শিবগঞ্জ উপজেলার গুপ্তমানিক গ্রামের আরমান আলীর ছেলে মো. সেলিম (৩৫) ও মোবারকপুর ইউনিয়নের রানীবাজার এলাকার একরামুল হকের ছেলে মো. বাবুল হোসাইন (৩৪) কে ৯শ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) মো. শামীম হোসেন জানান। সোমবার আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০