গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুস্টি সম্মত খাবার” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন দিনব্যাপী এ ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস এ বৃক্ষ মেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। এতে
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ। প্রসঙ্গত তিন দিনব্যাপী এ বৃক্ষমেলায় মোট ১৬ টি স্টল রয়েছে। অপরদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আদর্শ বৃক্ষ শোভিত গ্রাম সৃজনের লক্ষ্যে ফলদ চারা বিতরণের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরেও উপজেলার একটি দরিদ্র গ্রাম বাছাই করে। এবার তারা নন্দীপুর ইউনিয়নের ষাঁড়বুরুজ গ্রামকে বাছাই করে গ্রামবাসীর মধ্যে ৪৫০ টি বিনামূল্যে গাছের চার বিতরণ করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০