গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আড্ডা-সরাইগাছী আঞ্চলিক মহাসড়কের জিনারপুরে এ দুর্ঘটনা ঘটে। রহনপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আব্দুস সাত্তার জানান, পোরশা উপজেলার কালাইবাড়ী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আলম হোসেন (৫৫) ওই স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটি তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। আহতাবস্থায় তাকে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক ভুটভুট ও চালককে স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে। এব্যাপারে গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দীন জানান দুর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০