গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
পাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেফটি ট্যাংকিতে পরে সোহেল রানা (১৬) নামে এক দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে এ ঘটনা ঘটে। বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান আকবর জানান, বুধবার সকালে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা পায়খানা করতে গেলে সঙ্গে
থাকা মোবাইল সেটটি হাত থেকে পরে যায়। পরে সে মোবাইল সেটটি উদ্ধার করার চেষ্টা করে। এক পর্যায়ে সে পায়খানা ভেঙ্গে সেফটি ট্যাংকে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করলে ঘটনাস্থলে সে মারা যায়। সোহেল রানা বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। তার মৃত্যুতে তার সহপাঠী ও এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০