গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে একদিনের ব্যবধানে সাপের কামড়ে ২ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাতে একইগ্রামের শুকুরুদ্দিনের শিশু কণ্যা সাগরিকা (১০) তার মা ও বোনের সাথে বিছানায় শুয়ে থাকার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। অল্প কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু ঘটে। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের কলকলিয়া গ্রামের সেন্টুর ছেলে হোসেন (৪০) পাশর্^বর্তী নদীতে মাছ ধরছিল। এক পর্যায়ে নদীর পাশের্^ অবস্থিত টং ঘরে বিশ্রাম নেওয়ার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। দ্রæত তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। অতি বৃষ্টির ফলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক সাপ লোকালয়ে আশ্রয় নিয়েছে। ফলে উক্ত এলাকার লোকজন সাপের ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০