গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮শত পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে রহনপুর পৌর এলাকার নুনগোলা বাসস্ট্যান্ট থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জবদুল হকের ছেলে আহসান হাবিব (৩০)। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার
সকালে ওই স্থানে অভিযান চালিয়ে ৮’শ ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আহসান হাবিবকে আটক করা হয়। পরে তাকে বিকেলে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। গোমস্তাপুর থানার উপপরিদর্শক তাজমুল হোসেন জানান, এ ঘটনায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপপরিদর্শক অনুপ দাস বাদি হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০