চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মাদ্রাসা পাড়ার বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জালি বাগান কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, নব নির্বাচিত রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, রহনপুর
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, আকতার আলী খান কচি, আঃ সাত্তার, মোজাম্মেল মাষ্টার, মাহাতাবুল আলম নুরিসহ অন্যরা। উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাস ভবনে মারা যান। মৃতকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর । তিনি স্ত্রী ও এক কন্যাসহ বহু আত্বীয় স্বজন রেখে গেছেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০