নিজস্ব প্রতিবেদক :
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার ধর্ষণের শিকার ওই কিশোরীর ভাই বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। এদিকে প্রেমিক হৃদয় কে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক জানান, ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের এক কিশোরী (১৬) এর সাথে গোমস্তাপুর ইউনিয়নের খোশাল পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় (১৯) এর সাথে সোশ্যাল মিডিয়া
ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে প্রেমিক হৃদয় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রহনপুর পৌর এলাকার দিঘী পাড়ার ফেন্সীর আমবাগানে ডেকে নেয়। এই সময় প্রেমিক হৃদয় তার চার সহযোগীর সহায়তায় তাকে ধর্ষণ করে। পরে কিশোরীর আত্মচিৎকারে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং প্রেমিক হৃদয়কে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। তিনি আরো জানান, ধর্ষণের সহায়তাকারী অপর চার সহযোগীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০