গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও বর্ষবরণ অনুষ্ঠান। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলি, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিন, উপজেলা সহকারী পল্ল¬ী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, সাংবাদিক আতিকুল
ইসলাম আযম, সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। অপরদিকে স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন যুব সমাজ পৃথক র্যালির আয়োজন করে এবং শহীদ স্মৃতি পাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে পান্তা উৎসবের আয়োজন করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০