গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: দু:স্থ মহিলার ভিজিডির চাল আতœসাতের অভিযোগে অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়ন (৭,৮ ও ৯) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসলেমা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় । বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর আগে গত ৮ মে এক দু:স্থ মহিলার নামে তোলা ভিজিডির এক বস্তা (৩০ কেজি) চাল তার বাড়ি যাওয়ার সময় পুলিশ আটক করে। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পালকে ঘটনাটি তদন্তের নিদের্শ দেন। তদন্তে ওই জনপ্রতিনিধি দোষী সাবস্ত হলে মন্ত্রণালয় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০