গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব- ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে রহনপুর পৌর একাদশ চৌডালা ইউপি একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন বাদশা মিয়া। খেলা শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার
মাসুদ হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহ আলম, জিয়াউর রহমান আকবর, লিয়াকত আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ টুর্নামেন্টে এ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রহনপুর পৌর একাদশের সিফাত ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন একই দলের বাদশা মিয়া। প্রসঙ্গত এ টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ মোট ৯টি দল অংশগ্রহণ করেছিল।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০