গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগ, শিশু-কিশোর সংগঠন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসন গৃহীত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলোচনা সভা, রচনা, কুইজ ও
চিত্রাংকন প্রতিযোগিতা। র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, শ্যামপুর আলীম মাদ্রাসার উপাধাক্ষ হাবিবুর রহমান, ছাত্র-ছাত্রীদের পক্ষে আশিক নাহার, তাসলিমা খাতুন ইলা, নিয়ামুল হক, শহীদুল্লাহ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগ গৃহীত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এছাড়া শিশু-কিশোর সংগঠন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অপর সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০