গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার থেকে তাদেও আটক করা হয়। আটককৃতরা হল জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত ফুদনের ছেলে আব্দুল মতিন বাবুল(৪০), একই গ্রামের মৃত কাশেমের ছেলে জামাল উদ্দিন চুটু(২৯) ও নুর মোহাম্মদের স্ত্রী সাফিনা বেগম(৫২)।
গোমস্তাপুর থানার এসআই রনি কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার বোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০