গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বী প্রার্থীদের সঙ্গে মত বিনিময় ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার
শিহাব রায়হান। বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন রেজা ও আফসার আলী খান, ভাইস চেয়ারম্যান প্রার্থী সেরাজুল ইসলাম টাইগার ও মাহফুজা খাতুন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নূর মোহাম্মদ প্রমুখ। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০