গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি বোরো মৌসুমে প্রকৃত কৃষকদের নিকট থেকে উৎপাদিত ধান সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয় শুরু হয়েছে। বুধবার সকালে গোমস্তাপুর ই্উনিয়নের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে এ ধান ক্রয়ের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, খাদ্য পরিদর্শক রিজায়ানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার আল ইমরান,
মুনিমুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সহ অন্যরা। প্রান্তিক কৃষকদের উৎপাদিত ধান যেন তারা সহজে সরকারি খাদ্যগুদামে দিতে পারে এজন্য তাদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়া হচ্ছে। উপজেলার গোমস্তাপুর ও চৌডালা ইউনিয়ন থেকে ২৬ টাকা কেজি দরে সর্বমোট ২৪ হাজার মেট্রিক.টন ধান ক্রয় করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০