গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিপক্ক আম আনুষ্ঠানিকভাবে কেনাবেচার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রহনপুর স্টেশন বাজার আম চত্বর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ আম কেনা বেচার শুভ উদ্বোধন করা হয়। রহনপুর আম আড়ৎদার, গোমস্তাপুর উপজেলা আম চাষী ও আম ব্যবসায়ী এবং রহনপুর আম উন্নয়ন সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা আম চাষী ও আম ব্যবসায়ী সমিতির সভাপতি মাইনুল ইসলাম বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। বক্তব্য রাখেন
গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোনরকম ফরমালিন ব্যবহার ছাড়াই পরিপক্ক আম সঠিকভাবে ও সঠিক নিয়মে বাজারজাত করণের জন্য আম ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০