গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ
হোসেন। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আজম, কলেজ শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সঞ্চালনে ছিলেন সারওয়ার জাহান সুমন। প্রসঙ্গত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০