গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় আমাদের অঙ্গীকার ধোঁয়ামুক্ত রান্নাঘর এ শ্লে¬াগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব জলবায়ু পরিবর্তনে উন্নত চুলা (লাক্সার কুক স্টোভ) এর উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। চেতনা পল্ল¬ী উন্নয়ন সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান।
সংস্থার পরিচালক আব্দুল বাশিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাস্কার গ্রিন এনার্জি লিমিটেডের অর্থ পরিচালক মাইনুল ইসলাম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, বাংগাবাড়ি ইউএস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মামুনুর রশিদ, রাজশাহী বিভাগ লাক্সার গ্রিন এনার্জি লিমিটেডের এ্যডভাইজার ডক্টর আফজাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইনচার্জ আমিরুল ইসলাম ও প্রোজেক্ট ম্যানেজার রবিউল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ। প্রসঙ্গতঃ এ কর্মশালায় মোট শতাধিক প্রশিক্ষাণার্থী অংশ গ্রহণ করে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০