গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় তথ্য আপা প্রকল্পের-২ এর তথ্য কেন্দ্রের অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। পরে উপজেলা সভাপকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য কেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা তাকদিরা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বতীপুর
ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম, কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, আনসার ভিপিপি ব্যাংক ব্যবস্থাপক আব্দুল লতিফ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রসঙ্গতঃ জাতীয় মহিলা সংস্থা,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের অধীনে এ অফিসরে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০