গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মিজানুর
রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রভাষক আব্দুল গণি, উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল লতিফ, উপজেলা তথ্য আপা তাকদিরা খাতুন, ছাত্র গোলাম মোর্তুজা ও ছাত্রী তাসমিনা খাতুন। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আর/এস