গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা,
অগ্রদূত বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল প্রমুখ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে অগ্রদূত বাংলাদেশ সংস্থার বাস্তবায়নে ১৭ টি পরিবারের মাঝে ২টি করে মোট ৩৪টি ভেড়া বিতরণ করা হয়। উল্লেখ্য যে, এক দিনের প্রশিক্ষণ শেষে ক্ষুদ্র নৃৃ-গোষ্ঠী নারীদের আয় বর্ধক কাজে ব্যবহারের জন্য বিনামূল্যে এ ভেড়া বিতরণ করা হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০