গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের ইউনিয়নভিত্তিক শিক্ষার্থীদেও মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও অগ্রদূত বাংলাদেশ সংস্থার বাস্তবায়নে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ। বক্তব্য রাখেন অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান
রুবেল,সমন্বয়কারী আকতারুল ইসলাম, সুপারভাইজার তোজাম্মেল হক, শিক্ষার্থী নাজমা বেগম, সাদিকুল ইসলাম, জোসনা বেগম প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন ৬ মাস ব্যাপী এ সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে এখন তারা তাদের ঠিকানা লিখতে, বই ও পেপার পড়তে ও হিসাব নিকাশ করতে পারেন। এছাড়াও শিক্ষার্থী আরো বলেন ভবিষ্যতে সরকারের এ ধরনের প্রকল্প আর ও বাস্তবায়িত হলে তারা আরও উপকৃত হবেন। অনুষ্ঠান শেষে ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৪৩ জন শিক্ষার্থীদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০