গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় (মঞ্জুরীকৃত এআইএফ-২ ম্যাচিং গ্র্যান্ড) সিআইজি সমিতির মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ
উপলক্ষে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রেজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন মিশন পুরুষ সিআইজি সমিতির সভাপতি জোসেফ সরেন, কাশিপুর মহিলা সিআইজি সমিতির সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।
প্রসঙ্গত উপজেলার ৬টি সিআইজি সমিতির মাঝে সর্বমোট ১৭ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের কৃষি উপকরণ বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় আজ বিভিন্ন সমিতির মাঝে ৮টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০