গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কীটনাশক ব্যবসায়ীদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কৃষি বিভাগ আয়োজিত এ আলাচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএ পিপিও সেরাজুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম,কীটনাশক ব্যবসায়ী ময়েনউদ্দিন প্রমূখ। এর আগে চলতি রোপা আমন ধানের গাছে বিভিন্ন রোগবালাই
বিষয়ে করণীয় প্রসঙ্গে পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াত আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ প্রমূখ। আলোচনাসভায় চলতি রোপা আমন ধান গাছে বাদামী গাছ ফড়িং,মাজরাপোকা, ফুলপচাঁ ও পোড়া ব্লাস্টসহ বিভিন্ন বিভিন্ন রোগ বালাই সম্পর্কে আলোচনা করা হয় এবং কীটনাশক ব্যবসায়ীদের মাঝে কীটনাশক ব্যবহারের মাত্রা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০