গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিরতণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পষিদের ভাইস-চেয়ারম্যান গোমস্তাপুর হাসানুজ্জামান নূহ, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী চুটু, কৃষক ইসমাইল হোসেন প্রমুখ। খরিফ-২/২০২০-২০২১ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৪শ জন কৃষককের মাঝে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১৫ কেজি করে সার প্রদান করা হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০