গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে রহনপুর পূনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূনর্ভবা মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি হায়দার আলী বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন রহনপুর পূনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। সংবর্ধিত অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
কমলারঞ্জন দাস, রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ জহিরুল হক। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক সত্য রঞ্জন বর্মন, বিশিষ্ট শিল্পপতি গোলাম মোহাম্মদ ফিটু, প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন শাকিল আহমেদ, তামান্না খাতুন, নাহিদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ২২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০