গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা মুক্ত হয়ে কাজ যোগ দিয়েছেন ৫ করোনা যোদ্ধা। এর মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন পুলিশ সদস্য রয়েছেন। সম্প্রতি পূণরায় নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের নির্দেশ দেয়। উপজেলায় মোট ১৭ জন করোনা পজেটিভের মধ্যে ৭ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন পুলিশ সদস্য ছিল। স্বাস্থ্যকর্মীদের মধ্যে সম্মুখ যোদ্ধা হিসেবে খ্যাত মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) সুশান্ত কুমার দাস ও আব্দুল আরিফ এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রবিউল ইসলাম ইতিমধ্যে কাজে যোগ দিয়েছে। এছাড়া রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের করোনা জয়ী পুলিশ সদস্য রাব্বি ও মাহফুজ কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য গত ১৬ জুন পর্যন্ত উপজেলায় মোট ৪ শত ৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের পজেটিভ, ৩ শত ৫৭ জনের নেগেটিভ ও ১শত ১২ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার সাভারের প্রাণী সম্পদ অধিদপ্তরের ল্যাবে ক্রুটি দেখা দেয়ায় গত কয়েকদিন থেকে নমুনা পরীক্ষার কোন ফলাফল আসছে না বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০