গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী মামুনুর রশিদ সম্পর্কে জেলা কমিটির মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী ঠিক করতে গত ২৭ জানুয়ারি গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদকে ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বুলবুলকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ নেত্রী ও মুক্তিযোদ্ধা কন্যা কুইন আরা খাতুন কে দলীয় মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করা
হয়। যা রেজুলেশন এর মাধ্যমে জেলা কমিটির কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়। কিন্তু জেলা কমিটি তৃণমূলের মতামতকে প্রাধান্য না দিয়ে তিনটি পদে তিন জন করে মোট ৯ জনের প্যানেল তৈরি করে কেন্দ্রীয় কমিটির নিকট পাঠিয়েছে। প্রস্তাবনায় চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদের বিরুদ্ধে মন্তব্য কলামে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রদান করেছে। সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক একক প্রার্থী মনোনয়নের জন্য সুপারিশ না করে প্যানেল তৈরি করা তৃণমূলের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। তারা উপজেলা কমিটির রেজুলেশন মোতাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানিয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০