গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৩১ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নামোশংকরবাটি গ্রামের সাইদুর রহমানের ছেলে আবু (৪০), রহনপুর পৌর এলাকার আব্বাস আলীর ছেলে মরু (৩৫) ও বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সোহবুলের ছেলে শরিফ (৩৫)।
গোমস্তাপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রহনপুর পৌর এলাকার বেগুনবাড়ী মহল্ল¬া থেকে আবুকে ২০০ কেডিসি পাড়া থেকে মরুকে ১০০ ও লক্ষ্মীনারায়ণপুর থেকে শরীরকে ৩১ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা সকলেই মাদক ব্যবসায়ী বলে তিনি জানান। এ ব্যাপারে থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০