গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাজাহান আনসারী মামলত, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল ও সাদরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দিলীপ কুমার সরকার প্রমূখ। সভায় উপকারভোগীদের আশ্রয়ণ-২ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উলে¬খ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গত অর্থবছরের উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নে সর্বমোট ২২৩ জন দুস্থ অসহায় পরিবারকে ১ লক্ষ টাকা ব্যয়ে একটি করে বাড়ি তৈরি করে দেয়া হবে।
যা আগামী অক্টোবর মাস নাগাদ বাড়ি তৈরির কাজ সম্পন্ন হবে বলে সংশ্লি¬ষ্টরা জানান।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০