গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জাগ্রত তরুণ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজের আরবী বিভাগের প্রভাষক ড. আতিকুর রহমান, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহাকারী শিক্ষক ড. কামরুল হোদা, রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসরাম আযম, জাগ্রত তরুণ সংগঠনের সাধারণ সম্পাদক মুরশেদুল হাসান সাগর প্রমূখ। পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০