গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবারও আওয়ামীলীগের নির্বাচনী অফিস ও একটি বাড়ীতে ককটেল হামলা করেছে দূর্বৃত্তরা । রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর মোড় ও কাউন্সিল বাজারে দুটি করে ৪টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর মোড়ে অবস্থিত আওয়ামীলীগের নির্বাচনী অফিসে দুটি ও কাউন্সিল বাজারে অবস্থিত সদ্য আওয়ামীলীগের যোগ দেয়া বিএনপি নেতা আবুল কাশেমের বাড়ীতে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় ওই পথ দিয়ে যাওয়া ভোলাহাট থেকে রহনপুর যাওয়া
মোটর সাইকেল আরোহী দুই যুবককে মারধর ও মোটর সাইকেল ভাংচুর করে বিক্ষুদ্ধ নেতা কর্মীরা । গনপিটনিতে আহত হয় তারা । আহতরা দুইজন মুক্তিযোদ্ধার সন্তান। তারা হল রহনপুর সোবহান কলোনীর মুক্তিযোদ্ধা নাজিরের ছেলে মাসুদ ও মোবারক আলীর ছেলে রিপন। তাদের চিকিৎসার জন্য গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে সংবাদ পেয়ে গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল হামলা প্রসঙ্গে স্থানীয় আওয়ামীলীগ নেতা ওবাইদুল্লাহ দুলাল জানান, নির্বাচন বানচাল করতেই দূর্র্বৃত্তরা ককটেল হামলা চালিয়ে যাচ্ছে।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০