খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে এক ছাত্রসহ দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্র কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের আশিক (২২) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া গোপালগঞ্জ সদর হাসপাতালে আনার পথে মারা যান অজ্ঞাত এক বৃদ্ধ।
এদিকে, চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ করে রেখেছে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা একটি প্রাইভেট কার ভাঙচুর করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, 'গোপালগঞ্জের কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশিক নিহত হন এবং অপর অন্তত ১৬ বাসযাত্রী আহত হয়।
খবর পেয়ে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনার পথে মারা যান অপর এক যাত্রী।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০