খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভারত সফরের পর হঠাৎই অনেকটা গোপেন ভারত সফরে গেছেন বিএনপির তিন শীর্ষ নেতা। তারা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
তাদের ভারত সফর সম্পর্কে মুখ খুলছে না বিএনপি। এমনকি সফরের আগেও এ নিয়ে কোনো তথ্য জানায়নি দলটি। তাদের ভারত সফরের বিষয়টি জানা গেছে একাধিক ভারতীয় গণমাধ্যমের মারফতে।
বরাবরই রাজনৈতিক অঙ্গনে ‘ভারতবিরোধী’ বলে পরিচিত বিএনপির তিন নেতার দিল্লি সফরের বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ জনগণের মধ্যে। ভারতের বহুল প্রচারিত দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, মোদী সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ভারতের সমর্থন চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকারের চ্যাম্পিয়ন’ হিসাবে বাংলাদেশের নির্বাচনের বিষয়টি ভারতের অবশ্যই দেখা উচিত । শেখ হাসিনা বাংলাদেশে এক নায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আগামী ডিসেম্বরে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমর্থন চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহবান জানান আমির খসরু।
বিএনপি কিছু না বললেও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের বিভিন্ন কর্মকর্তা। বিএনপি নেতাদের ভারত সফরের বিষয়ে জানতে চাওয়া হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই। পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে সেটা খোঁজ নিয়ে জানাব। এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় বিএনপির এই তিন নেতা ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে দিল্লির সাউথ ব্লকে ‘সৌজন্য’ সাক্ষাৎ করেছেন।
বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া বিএনপি। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে শুধু ‘নির্বাচন কেন্দ্রিক’ সম্পর্ক না রেখে দীর্ঘস্থায়ী স্থিতিশীল সম্পর্ক সৃষ্টির কথা বললেও বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে উঠেপড়ে লেগেছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের সমর্থন পেতেই বিএনপির এই তিন নেতা দিল্লি সফর করছেন।
এবিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দির সরকার বাংলাদেশ জার্নালকে বলেন, আগামী নির্বাচনে ভারতের কী করা আছে? এই নির্বাচনে ভারত কী ডেলিভারি করবে বিএনপির জন্য? আমাদের দেশে সবই আছে, বিদেশীরা অনেক কিছু করতে পারে। কিন্তু জনগণকে একত্রিত করতে পারলেই কেবল কোনো দল সফল হতে পারেন। সুতরাং কেউ গেলেও এক-দুইটি ইংরাজি বলে চলে আসেন। এগুলো দেখানোর জন্য যাওয়া হয়।আমরা বলি, ঠিক আছে যাওয়া ঘুরে আসো। আসলে এতে কিছুই হয় না।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০