গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে দ্রুতগতির সান ব্রাদাস অটোরাইস মিলের গাড়ীর মুখোমুখি সংঘর্ষে উজ্জল (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহীরর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৬ টার দিকে উপজেলার শাহাব্দিপুর নাম স্থানে রাজশাহী- চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের উপর এই দূর্ঘটনা ঘটে।
সে রাজশাহী পবা উপজেলার সাইফুল ইসলামের ছেলে।
জানাযায়, বিকেল ৬ টার দিকে রাজশাহী হতে ছেড়ে আসা দ্রুত গতির সান অটোরাইস মিলের কাভার্ড ভ্যান চাপাই নবাবগঞ্জএর দিকে যাচ্ছিলো অপরদিক হতে আসা উজ্বল মোটর সাইকেল নিয়ে বাসায় ফিরছিলো এই সময় কাভার্ডভানটি মোটর সাইকেলো মুখোমুখি সংষর্ষ হলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকটি রাস্তার পাশে খাদে আটকে যায়।
এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক আছে।
লাশ ময়না তদন্তের জন্য গোদাগাড়ী মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে গোদাগাড়ী থানার এসআই মোঃ সিহাব জানান।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গির আলম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের লোকজন আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০