গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক মো: আব্দুল বাতেন কে নির্বাচিত করা হয়েছে। রোববার সকালে প্রেস ক্লাবের একটি সভায় সকলের সর্ব সম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো: হায়দার আলী, সদস্যরা হলেন সামিউল হাসান সুমন, মো: আব্দুল্লাহ আল মামুন, মো: ইসহাক ও শরিফ রেজা ইমন।
নতুন কমিটির নেতৃবৃন্দকে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়। গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সভাপতিত্বে সভায় পুনরায় এবিএম কামারুজ্জামান বকুলকে সভপতির দায়িত্ব প্রদান করা হয় এবং পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মো: হায়দার আলীকে সহ-সভাপতি করে মো: আব্দুল বাতেন কে সাধারণ সম্পাদকের দায়িত্ন প্রদান করা হয়।
গোদাগাড়ী প্রেস ক্লবের সকল সাংবাদিক বৃন্দ সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা এই স্লোগানকে ধারণ করে সাংবাদিকের দায়িত্ব পালন করবে বলে একমত হন।
এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০