রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানন আব্দুর রাকিব সরকারকে বরখাস্ত করে তার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চলতি মাসে ৪ মার্চ তাকে বরখাস্ত করে আসনটি শূন্য ঘোষণা করা হয়। আজ রোববার চিঠিটি জেলা প্রশাসকের কার্যালয় ও পরে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদে পৌঁছায়।
গত ৬ মাস আগে ট্যাক্স জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে পরিষদের ১০ সদস্য অনাস্থা প্রস্তাব নিয়ে এসে ইউএনওর কার্যালয়ে পাঠায়। পরে সেটি মন্ত্রণালয়ে যায়। এরপরই মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হলো। প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ পরিষদে পৌঁছেছে। তার আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার মো. জানে আলম বলেন, পাকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বরখাস্ত করে তার আসনটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন এসেছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০