নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১৮ বছর বয়সি এক যুবতী নারীকে গার্মেন্টসে চাকুরী দেয়ার প্রলোভনে নিয়ে গিয়ে রাজশাহীর দৌলতিয়া পতিতা পল্লীতে বিক্রি করে দেয়ার অভিযোগে আলিফ (২৮) নামের এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুলজারবাগ গুড়িপাড়া এলাকার তকবুল হোসেনের ছেলে। আজ মঙ্গলবার ভোট ৩ টায় অভিযান চালিয়ে গোদাগাড়ী থানা পুলিশ উপজেলার উজানপাড়া থেকে তাকে আটক করে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, ওই ভিকটিমের গত দুই বছর আগে বিয়ে হয়। স্বামীর সাথে মনমালিন্য হওয়ায় এখন বাবার বাড়ি থাকে। সেই সুযোগে মানবপাচারকারী আলিপ ওই মেয়েকে রাজধানী ঢাকায় চাকুরী দেয়ার প্রলোভন দেখায়। এরপর চলতি মাসে ৯ জুন আনুমানিক সকাল ৯টার দিকে ভিকটিমকে ঢাকায় গার্মেন্টসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে রাজবাড়ির দৌলতিয়া পতিতা পল্লীতে
মানবপাচারকারী চক্রের নিকট ২৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। পরবর্তীতে ভিকটিম কৌশলে পালিয়ে গত ১৫ জুন তার বাড়িতে ফিরে আসে এবং একই তারিখ রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী থানায় বিষয়টি অবহিত করে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় গোদাগাড়ী থানা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় গোদাগাড়ী থানাধীন উজানপাড়া এলাকা হতে আসামি আলিফকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলিফ জানায় দীর্ঘদিন যাবৎ সে এ কাজের সাথে জড়িত এবং সে এ ঘটনার সাথে সম্পৃক্ত আরো কয়েকজনের নাম উল্লেখ করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০