গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদের নতুন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে বৈজ্ঞানিক বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক, বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান।
বক্তব্য রাখেন, রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভাটোপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফওজিয়া খানম প্রমূখ।
উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত আলতাফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলীম রেজা, গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাইনুল ইসলাম, চব্বিশ নগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রমূখ।
উপজেলার ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮ মাদ্রাসা এবং ৩ কলেজের প্রতিষ্ঠান প্রধান গনের মাঝে বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলি বিতরণ হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৯টি করে কাটুনে প্রায় এক হাজার প্রকার যন্ত্রপাতি প্রদান করা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এতে মোট ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা। সরকারের এ ধরণের কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে বক্তাগণ বলেন, হাজার হাজার শিক্ষার্থী বাস্তবে হাতে কলমে শিক্ষা গ্রহন করতে পারবে। শিক্ষকগণকে শুধু আন্তরিক হয়ে পাঠদান করতে হবে। আর যদি না করেন তবে দেশের সাথে, জাতির সাথে, সমাজের সাথে, শিক্ষার্থী সাথে বেইমানী করা হবে। আমরা বেইমান হতে চাই না।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০