সংবাদ বিজ্ঞপ্তি
সিসিবিভিও-রাজশাহী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-ঢাকার সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার কাদমা উচ্চ বিদ্যালয়ে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন” প্রকল্পের অধীনে বসুন্ধরা বিজ্ঞান ক্লাবের আয়োজনে, গোদাগাড়ী উপজেলার ৭ টি বিজ্ঞান ক্লাবের অংশগ্রহণে ক্লাস্টার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও কাকনহাট পৌরসভার কাউন্সিলর গোলাম মোর্তজা শেখ, প্রধান শিক্ষক এ কে গোলাম মোস্তাফিজুর রহমান ও সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী মো: নিরাবুল ইসলাম নিরব । এছাড়াও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষকবৃন্দ, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ, অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের বিজ্ঞান শিক্ষক, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ। কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো: শহীদুল ইসলাম টুলু ও অতিথিবৃন্দ।
বিজ্ঞান মেলায় পড়ে থাকা ও স্বল্পমূল্যের উপকরণ দিয়ে প্রকল্প তৈরি করে যা তাদের পাঠ্য বইয়ের সাথে সম্পর্কিত। মেলায় ৭টি বিজ্ঞান ক্লাবের ৫৫টি প্রজেক্ট উপস্থাপন করে। উল্লেখযোগ্য প্রজেক্টের মধ্যে ছিল ডিজিটাল পৌর কর্পোরেশন, আলোর ফাঁদ, গরীবের ফ্রিজ, পরিমাপ করার প্রক্রিয়া, বায়োগ্যাস প্লান্ট, কার্বন ডাই অক্সসাইড গ্যাস ব্যবহার করে বৈদুতিক শক্তি উৎপাদন, মাটি পরীক্ষা, আগ্নেগিরির মডেল, জেনারেটর তৈরির প্রক্রিয়া, প্যাসকেলের সুত্রের প্রমাণ, নিউটনের সুত্রের প্রমাণ, শব্দ সঞ্চালনের মাধ্যম, পানির অপচয় রোধ, বিভিন্ন গ্যাসের প্রস্তুত প্রণালী ইত্যাদি। মেলার আলোচনা ও সমাপনী পর্বে সভাপতিত্ব করেন বসুন্ধরা বিজ্ঞান ক্লাবের সভাপতি তাসমিন নাহার মীম।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০