গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ৭ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন নারী।
বুধবার ভোরে গোদাগাড়ী উপজেলা ছয়ঘাটি, কাঠাল বাড়িয়া, হারিপুর,দেওপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শখা) সুমিত চৌধুরী। গ্রেপ্তারকৃতদের পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
সুমিত চৌধুরী বলেন, গত ১৪ এপ্রিল গোদাগাড়ী এলাকায় রাজাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণের অনুষ্ঠানে বোরখা পড়ে বেশ কয়েকজননারী বর্ষবরণ বিরোধী লিফলেট বিতরণ করে।
বিষয়টি আইন শৃংখলা বাহিনীর আমলে নিয়ে এর সূত্র ধরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে ছয় নারীকে সনাক্ত করে বুধবার ভোরে অভিযান চালিয়ে ছয় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করে।
তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান সুমিত চৌধুরী।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০