গোদাগাড়ীতে ২৫ লাখ টাকা মূল্যের ২৫০ গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি গ্রামের আতাউরের ছেলে সোহেল (২৭) ও একই উপজেলার মাদাপুর গ্রামের সাইদুরের ছেলে ইসমাইল (২৪)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ী থানাধীন সিএন্ডবি গ্রামস্থ জনৈক বীরু কামারের বাড়ীর পাশে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের ওই দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের কিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০