গোদাগাড়ী প্রতিনিধিঃ ইতিহাসের বর্বরতম গণহত্যার ভয়াল স্মৃতির কাল রাত ২৫শে মার্চ গণহত্যা দিবস আজ। নির্মম, নৃশংস ও ভয়াবহ এক হত্যাযজ্ঞের মর্মন্তুদ দিন। ১৯৭১ সালের এই রাতে মুক্তিকামী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায় রক্তপিপাসু হিংস্র পাকিস্থানি হানাদার দল। ‘অপারেশন সার্চলাইট’ নামে এ রাতে পাকিস্থানি হানাদার বাহিনী মৃত্যুপুরীতে পরিণত করে পুরো ঢাকা শহরকে। দেশের বিভিন্ন স্থানে নিরীহ, নিরস্ত্র মানুষদের ওপর চালায় গণহত্যা ও বর্বর নির্যাতন। তাদের হাত থেকে রেহাই পাননি শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, নারী, শিশু, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এই দিনটিকে স্মরণ আর উদযাপন করার জন্য গোদাগাড়ী উপজেলা প্রশাসন স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশ গ্রহনে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজের সভাপতিত্বে বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহকা। আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সানওয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টুসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও সুধিজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোদাগাড়ী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আকবর আলী।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০