নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ নুননাহার (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার শহিদুলের স্ত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে মহিশালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি
মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশাল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন নগদ ৪ হাজার ৫০০ টাকাসহ নুননাহারকে আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০